প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

জোলাই দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস
ভুমিকাঃ জোলাই দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটি তৎকালীন এলাকার বিশিষ্ট অলিয়ে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান (দরবেশ) সাহেবের সর্বপ্রথম প্রতিষ্ঠিত একটি ইসলামি প্রতিষ্ঠান। যার আদর্শ ঐতিহ্য সর্বব্যাপি প্রবাহমান। অত্র এলাকার মুসলমানদের এ প্রতিষ্ঠানটি মুসলিম জাতির মুক্তির বার্তালয়ে যুগে যুগে সেইবৈশিষ্ট নিয়েই ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার একটি যুগান্তরকারী ও অন্যন্য প্রয়াস।
প্রতিষ্ঠার ইতিহাসঃ 50 এর দশক বৃটিশ বেনিয়াদের নির্যাতনের স্ট্রিম রোলার থেকে সদ্য স্বাধীনতা প্রাপ্ত পাকিস্তানের ধর্মীয় অবস্থা বেশ নাজুক । ঠিক সেই মূহুর্তে 01-01-1958ইং সনে একটি ঘর নির্মান করে এলাকার কয়েকজন ছেলে মেয়ে নিয়ে মক্তব আকারে শুরু করেন। এ মক্তবই তার একনিষ্ঠ প্রচেষ্ঠায় ও এলাকাবসীর সহযোগিতায় বর্তমানে ফাজিল পর্যায়ে উন্নীত হয়েছে।
অবস্থানঃ ঢাকা -চট্রগ্রাম মহাসরকের শুয়াগাজী বাজার হতে দেড়/দুই কিঃমিঃ পূর্ব উত্তরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা জোলাই গ্রামে অবস্থিত ইসলামের ঝান্ডাবাহী এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ আউলিয়া কেরামদের অনুসূত পথে কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরন ও অনুকরনের মধ্যে দিয়ে একদল আদর্শিক খোদাভীরু নায়েবে নবী সৃষ্টি । যারা উভয় জগতেই সফলকাম হতে পারে।

অধ্যক্ষের বাণী

image-not-found

اقرأ باسم ربك الذي خلق‎“পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন” (সুরা আলাক)। মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান , অভিজ্ঞতা ও কৌশল আয়ত্বকরে চলছে। আর শত সহস্র বৎসরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানব জাতির কল্যাণে সমাজ হিতৈষী ব্যাক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ন হয়। এমনি ভাবেই দক্ষ অবিজ্ঞ এক মহাপুরুষ মাওলানা মোঃ আবদুর রহমান দরবেশ সাহেব ভবিষ্যত প্রজন্মকে যোগ্য আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার লক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দক্ষিণ গলিয়ারা ইউনিয়নের জোলাই গ্রামে প্রাকৃতিক ও সুনিবির পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে 1958 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেছেন, জোলাই দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটি। সঠিক ধর্মীয় ,নৈতিক শিক্ষা এবং যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্নয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মান সম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমানে সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সঠিক তত্ত্বাধানে শিক্ষক বৃন্দের ঐকান্তিক প্রচেষ্ঠায় শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি বর্তমানে ফাজিল (স্নাতক) শ্রেণীতে উন্নীত হয়েছে। আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!

সভাপতির বানী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান , অভিজ্ঞতা ও কৌশল আয়ত্বকরে চলছে। আর শত সহস্র বৎসরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানব জাতির কল্যাণে সমাজ হিতৈষী ব্যাক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ন হয়। এমনি ভাবেই দক্ষ অবিজ্ঞ এক মহাপুরুষ মাওলানা মোঃ আবদুর রহমান দরবেশ সাহেব ভবিষ্যত প্রজন্মকে যোগ্য আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার লক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দক্ষিণ গলিয়ারা ইউনিয়নের জোলাই গ্রামে প্রাকৃতিক ও সুনিবির পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে 1958 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেছেন, জোলাই দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটি। সঠিক ধর্মীয় ,নৈতিক শিক্ষা এবং যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্নয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মান সম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমানে সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সঠিক তত্ত্বাধানে শিক্ষক বৃন্দের ঐকান্তিক প্রচেষ্ঠায় শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি বর্তমানে ফাজিল (স্নাতক) শ্রেণীতে উন্নীত হয়েছে। আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!